এক চার্জে ৪০ ঘণ্টা চলবে নেকব্যান্ড

দেশ রূপান্তর প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৮

সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠছে নেকব্যান্ড ও ইয়ারবাড। নামিদামি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন অনেক প্রতিষ্ঠান নিয়মিত বাজারে আনছে নেকব্যান্ড, ইয়ারবাড। এবার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ফায়ার বোল্ড নিয়ে এলো নতুন একটি নেকব্যান্ড। নতুন নেকব্যান্ডের নাম ফায়ার ব্যান্ড নোভা। নেকব্যান্ডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, এটি দৌড়ানো বা ওয়ার্কআউটের সময় কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যাবে। এ ছাড়া থাকছে আরও নতুন নতুন ফিচার, যা নেকব্যান্ডটি ব্যবহার আরও মজার করবে।


ফায়ার-বোল্ট ফায়ার ব্যান্ড নোভাতে, এটির ১৪.২ মিমি ড্রাইভার রয়েছে। এতে ম্যাগনেটিক ইয়ারবাড রয়েছে। কলগুলোতে আরও ভালো মানের জন্য এটিতে একটি পরিবেশগত শব্দ বাতিল করার বৈশিষ্ট্য রয়েছে। নেকব্যান্ডটিতে ভয়েস অ্যাসিস্টেন্ট, মাল্টি-পয়েন্ট কানেকটিভিটি এবং ভলিউম, মিউজিক, কল ইত্যাদি কন্ট্রোল ফিচার রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও