You have reached your daily news limit

Please log in to continue


অর্থনীতির নিয়ম মেনে বন্ধ হচ্ছে শিল্পপ্রতিষ্ঠান?

বাংলাদেশে শিল্প-কারখানা বন্ধের হিড়িক পড়েছে। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (The Registrar of Joint Stock Companies and Firms) তথ্য অনুযায়ী, মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১২৮টি কোম্পানি বন্ধ হয়েছে। শুধু আগস্ট মাসেই রেকর্ড সংখ্যক ৪৬টি কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর সেপ্টেম্বরে বন্ধ হয়েছে ২৬টি কোম্পানি। আবার অক্টোবরে সাভার, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, উত্তরা, মিরপুরে বন্ধ হয়েছে যেসব কারখানা, সেগুলোর সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।

আরজেএসসির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই কোম্পানি বন্ধের সংখ্যা বাড়তে শুরু করে। সরকারি হিসাবে দেখা যাচ্ছে জুন মাসে ১৬টি বেসরকারি কোম্পানি বন্ধ হয়েছে এবং জুলাইয়ে বন্ধ হয়েছে ২১টি কোম্পানি। সরকারি এই সংস্থাটির হিসাব অনুযায়ী, গত অর্থবছরে ২৭৫টি কোম্পানি বন্ধ করা হলেও চলতি অর্থবছরের তিন মাসে যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে ধারণা করা যায়, চলতি অর্থবছরে কোম্পানি বন্ধের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে, আর্থিক সংকটসহ নানা কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পত্রিকার খবর অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সিটি গ্রুপ, বিএসআরএম, ইউএস-বাংলাসহ দেশি-বিদেশি বিভিন্ন গ্রুপের দেড় শতাধিক কোম্পানি তাদের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কিছু বিদেশি কোম্পানিও নিজেদের গুটিয়ে নিচ্ছে। এর ফলে শুধু কয়েক লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে তাই নয় আমদানি বিকল্প এসব শিল্পপ্রতিষ্ঠানে পণ্য উৎপাদন না হলে ওইসব পণ্য বাইরের দেশ থেকে আমদানি করতে হবে অথবা নতুন কোম্পানি এসব শিল্পে আসতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন