You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাজ্যের এবারের বাজেট নিয়ে কিছু কথা

গত ৩০ অক্টোবর যুক্তরাজ্যের ২০২৪ সালের বাজেট পেশ করেছেন দেশটির ইতিহাসের প্রথম নারী অর্থমন্ত্রী রেচেল রিভস। জুলাই মাসে ক্ষমতায় আসার ফলে প্রায় দেড় দশক পর ব্রিটেনে লেবার পার্টি দেশের বাজেট পেশ করার সুযোগ পেল।

সুতরাং বর্তমান বাজেটের রাজনৈতিক পরিপ্রেক্ষিতটিকে বেশ কিছুটা ঐতিহাসিকই বলা চলে। তাঁর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী রিভস বলেছেন, গত নির্বাচনে জনতা পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন। তাই বলা যায়, জাতীয় পরিবর্তনের জন্য লেবার পার্টি একটি আজ্ঞানামা আছে।

জনগণের থলেতে অধিকতর অর্থ লভ্য করে দেওয়া এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নের অঙ্গীকার করেছেন রেচেল রিভস। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থনৈতিক স্থিরতার, উচ্চতর প্রবৃদ্ধির। সেই সঙ্গে বলছেন, এ সব অর্জনের জন্য মূল কথা হচ্ছে ‘বিনিয়োগ’, ‘বিনিয়োগ’ ও ‘বিনিয়োগ’।

সামনের দিনগুলোতে অর্থমন্ত্রীকে বাজেটটিকে এমনভাবে বাস্তবায়িত করতে হবে, যাতে মানুষের মনে হয়, উন্নততর সামাজিক সেবা পেয়ে তাঁদের যাপিত জীবন আরও ভালো হয়েছে এবং বিনিয়োগের মাধ্যমে উচ্চতর প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন