You have reached your daily news limit

Please log in to continue


বিধিনিষেধ তুলে নেওয়ায় প্রাণ ফিরছে পর্যটনে

প্রায় এক মাস বন্ধ থাকার পর রাঙামাটিতে পর্যটকেরা আসতে শুরু করেছেন। ২৪ দিন পর ১ নভেম্বর থেকে জেলা প্রশাসন রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিতকরণের নির্দেশনা তুলে নেয়। ফলে গত শুক্রবার ও গতকাল শনিবার সাপ্তাহিক ছুটিতে কাপ্তাই হ্রদসহ বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে।

তবে খাগড়াছড়ি হয়ে যেতে হয় বলে বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে এখনো পর্যটকেরা আসতে পারছেন না। ৫ নভেম্বর খাগড়াছড়ি জেলা থেকেও বিধিনিষেধ তুলে নেওয়ার কথা রয়েছে বলে জানা যায়।

রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, বিধিনিষেধ প্রত্যাহারের পর পর্যটকেরা আসতে শুরু করেছেন। তবে এখনো আগের মতো আসছেন না। মানুষের প্রস্তুতিও দরকার। আগামী দু-এক সপ্তাহে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে বিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। এর পর থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ, আসামবস্তি-কাপ্তাই সড়কসহ বিভিন্ন বিনোদনকেন্দ্র পর্যটকশূন্য হয়ে পড়ে। এতে জেলার পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট, ব্যবসায়ী, আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট কটেজের ওপর নির্ভরশীল হাজারো মানুষ কার্যত বেকার হয়ে পড়েন।

পর্যটনসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ অক্টোবর সংবাদ সম্মেলন করে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণের বিধিনিষেধ তুলে নেয় জেলা প্রশাসন। এতে ১ নভেম্বর থেকে পর্যটকেরা নির্ভয়ে ভ্রমণে আসতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়। ফলে বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকেরা আগাম বুকিং নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন