You have reached your daily news limit

Please log in to continue


আদালত প্রাঙ্গণে আসামি-আইনজীবীদের ওপর হামলা চলছেই

গত ২২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। হঠাৎ বিএনপিপন্থী এক আইনজীবী এসে মোরশেদের মাথায় আঘাত করেন।

এর কিছুক্ষণ পর তিনি যখন আবার কথা বলছিলেন, তখন আরেক আইনজীবী মোরশেদের সামনে গিয়ে তাকে ধাক্কা দিয়ে জোর করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার আইনজীবী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের ওপর আদালত প্রাঙ্গণে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

মোরশেদের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত ১৪ আগস্ট একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ৫ আগস্টের পর সেদিনই প্রথম আদালত প্রাঙ্গণে এই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই দুইজনকে লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন