You have reached your daily news limit

Please log in to continue


সংশোধন হবে আইন, খসড়া প্রকাশ করে মতামত চেয়েছে শিল্পকলা

‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯’সংশোধন করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের জন্য অ্যাকাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওই খসড়ার ওপর শিল্পী, কলাকুশলী, শিল্পবোদ্ধা, সংস্কৃতিসেবী, গবেষক, সাংবাদিকসহ সবার মতামত/পরামর্শ চেয়ে বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক শিল্পকলা একাডেমি গঠন করার লক্ষ্যে সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।”

আগামী সাত কর্ম দিবসের মধ্যে ই-মেইলের মাধ্যমে ([email protected]) মতামত/পরামর্শ দেওয়ার জন্য অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে একাডেমি।

গত ৯ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ‘নতুন দেশের’ আকাঙ্ক্ষা অনুযায়ী সচল করতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর দরকার।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন