ইরানি কনস্যুলেট বন্ধ করার ঘোষণা জার্মানির
জার্মানিতে অবস্থিত তিনটি ইরানি কনস্যুলেট বন্ধ করে দেওয়া হবে বলে বৃহস্পতিবার বার্লিন ঘোষণা করেছে। ইরানে জার্মান-ইরানি নাগরিক জামশিদ শারমাহদকে নির্বিচারে ফাঁসিতে ঝোলানোর প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হবে।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক একটি টেলিভিশন ভাষণে ফ্রাংকফুর্ট, মিউনিখ ও হামবুর্গে অবস্থিত কনস্যুলেটগুলো বন্ধের ঘোষণা দেন। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা তেহরানকে একাধিকবার ও স্পষ্টভাবে জানিয়েছি, একজন জার্মান নাগরিকের মৃত্যুদণ্ডের গুরুতর পরিণতি হবে।
এর আগে সোমবার শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পরপরই তাৎক্ষণিকভাবে কূটনৈতিক প্রতিবাদস্বরূপ কূটনীতিকদের বহিষ্কৃত করা হয়। চ্যান্সেলর ওলাফ শোলজের মতে, মৃত্যুদণ্ডের রায় একটি ‘কেলেঙ্কারি’।