সায়েন্স ল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত
ছয় ঘণ্টা পর রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী শনিবার পর্যন্ত তারা চলমান কর্মসূচি স্থগিত করেছেন।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সংগঠক নাঈম হাওলাদার এ তথ্য জানান।
এর আগে বুধবার সকাল ১১টা থেকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
এতে ঢাকায় দীর্ঘ যানজট দেখা যায়।
জানা যায়, সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবি মেনে না নেওয়ায় গতকাল মঙ্গলবারও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছিল শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ‘স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংস্কার কমিশন গঠন করা হয়েছে।