আমরা বিশ্বাস করি, সরকারের ভিন্ন রাজনৈতিক এজেন্ডা নেই: মির্জা ফখরুল

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১৪:৪২

অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা রাখতে চায় বিএনপি। বিএনপি বিশ্বাস করে এই সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। দলে আশা, সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের আয়োজন করবে।


ন্যাশনাল পিপলস পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।


আওয়ামী লীগকে সন্ত্রাসী দল অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে স্বস্তি প্রকাশ করছি। কারণ আগে সভা সমাবেশ করতে যে ভীতির মধ্য থাকা লাগত এখন আর সেটা হয় না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগের ভেতরে গভীরভাবে ডুব দেওয়া জিনিস রয়েছে: একটি হলো সন্ত্রাস, আরেকটি জঙ্গি। ফ্যাসিস্টের বিরুদ্ধে খালি হাতে গণতান্ত্রিক আন্দোলনে বিজয় অর্জন করা যায় না। কিন্তু ছাত্ররা ও জনতা প্রমাণ করেছে, সঠিকভাবে জনতাকে সম্পৃক্ত করা গেলে সেটা সম্ভব।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও