![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-30%252F31hisq1f%252F30102024-cm-5.jpg%3Frect%3D0%252C45%252C648%252C432%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
গর্ভাবস্থায় ছত্রাক সংক্রমণ
প্রথম আলো
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২
গর্ভাবস্থায় রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার কারণে প্রায়ই নানা ধরনের ছত্রাক বা ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়। এ সময় এমন সংক্রমণের চিকিৎসা বিশেষ সতর্কতার সঙ্গে করতে হবে, যাতে মা ও শিশু উভয়ে নিরাপদ থাকে। এখানে কিছু নির্দেশনা দেওয়া হলো, যা গর্ভাবস্থায় ছত্রাক সংক্রমণের চিকিৎসায় সহায়ক হতে পারে:
চিকিৎসকের পরামর্শ নিন
যেকোনো ওষুধ বা চিকিৎসা শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসক বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ, ছত্রাকরোধী ওষুধ এমনকি মলমও গর্ভাবস্থায় নিরাপদ না-ও হতে পারে।