ভুল তথ্যের ঝুঁকি থাকায় হাসপাতালে ওপেনএআইয়ের ট্রান্সক্রিপশন টুল ব্যবহার অনিরাপদ
প্রথম আলো
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩৩
আলোচিত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ট্রান্সক্রিপশন টুল ‘হুইস্পার’-এ বড় ধরনের ত্রুটি পাওয়া গেছে। এ ত্রুটির কারণে কল্পিত বা ভুল তথ্যনির্ভর বাক্য তৈরি করছে এআই টুলটি। আর তাই হাসপাতালে এই টুলের ব্যবহার ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষকদের তথ্যমতে, বিশ্বজুড়ে সাধারণত সাক্ষাৎকারের অনুবাদ, সাধারণ ট্রান্সক্রিপশন এবং ভিডিওর সাবটাইটেল তৈরিতে হুইস্পার ব্যবহার করা হয়ে থাকে। এমনকি হাসপাতালগুলোর চিকিৎসাপত্রের ট্রান্সক্রিপশন কাজেও এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কিন্তু হুইস্পার এমন কিছু তথ্য তৈরি করছে, যেখানে কখনো কখনো বর্ণবৈষম্যমূলক মন্তব্য, সহিংসতাপূর্ণ বাক্য বা কাল্পনিক চিকিৎসাপদ্ধতির কথা প্রকাশ পেয়েছে। টুলটির কৃত্রিম ভুলের জন্য হাসপাতালে এর ব্যবহার উদ্বেগ বাড়াচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ট্রান্সক্রিপশন
- চ্যাটজিপিটি