ত্বকের রং পরিবর্তন কঠিন রোগের ইঙ্গিত নয় তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১৪:২৭
ত্বকের রং পরিবর্তন হওয়া মোটেই স্বাভাবিক নয়। হঠাৎ করেই ত্বকের রং কালো হয়ে যাওয়া বা ফ্যাকাসে হয়ে যাওয়া কঠিন রোগের লক্ষণ হতে পারে। শরীরের রক্ত জমাট বাঁধার অন্যতম এক লক্ষণ ত্বকের রং পরিবর্তন হওয়া। তবে শরীরের জন্য রক্ত জমাট বাঁধা যেমন জরুরি, তেমনই অতিরিক্ত রক্ত যদি শিরায় জমাট বেঁধে যায় তা কিন্তু শরীরের জন্য মারাত্মক হতে পারে।
হঠাৎ করে কোথাও কেটে গেলে সেখান থেকে দ্রুত রক্তপাত বন্ধ করাটাও জরুরি। তবে সেই রক্ত যদি হঠাৎ হঠাৎ শরীরে জমাট বাঁধতে শুরু করে তাহলেই বিপত্তি। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, প্রতিবছর অন্তত ১ লাখ মানুষের মৃত্যু হয় এই শিরায় রক্ত জমাট বাঁধার কারণে। ক্যানসারে আক্রান্তদের মৃত্যুর ক্ষেত্রে অন্যতম কারণ হলো এই শিরায় রক্ত জমাট বেঁধে যাওয়া। তাই শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণ ও লক্ষণ সবারই জেনে রাখা জরুরি।