‘লঘু স্ট্রোক’ কীভাবে বুঝবেন

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১৩:৫৩

মিনি (লঘু) স্ট্রোক বা ট্রান্সিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (টিআইএ) হলো স্ট্রোকের পূর্বসংকেত। বেশির ভাগ মানুষই স্ট্রোকের প্রাথমিক উপসর্গগুলো সম্পর্কে জানেন না। যদি এই টিআইএ বা মাইনর স্ট্রোককে প্রথম থেকে চিহ্নিত করা যায় এবং সচেতন হওয়া যায়, তবে পরবর্তী সময়ে স্ট্রোক হওয়ার দুর্ঘটনা আটকানো যায়। তার আগে আসুন জেনে নিই স্ট্রোক কী?


মস্তিষ্কের কোনো রক্তনালিতে রক্তজমাট বাঁধলে সেই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছায় না। এতে সেখানকার কোষগুলো মরতে থাকে। সেই অংশ আর কাজ করে না। এটি হলো স্ট্রোকের কারণ। স্ট্রোক করলে হঠাৎ অচেতন হওয়া, কাউকে চিনতে না পারা, মাথা ঘোরানো, কোনো একদিকের হাত-পা নাড়াতে না পারা, শরীরের ভারসাম্য হারানো, কথা বলতে না পারা বা কথা জড়িয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও