ফিরিয়ে নেওয়া হল সমন্বয়কদের দুই রিট আবেদন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫২

আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে যে রিট মামলা করেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের তিনজন, সেগুলো না চালানোর কথা আদালতকে জানিয়েছেন তাদের আইনজীবী।


সেই সঙ্গে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা প্রশ্নে করা রিট আবেদনটিও ফিরিয়ে নেওয়া হয়েছে।


রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে রিট মামলা দুটি না চালানোর কথা বলেন। আদালত তখন আবেদন দুটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।


আহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, “রিটকারীদের নির্দেশনা মোতাবেক রিট দুটি না চালানোর কথা বলেছি। পিটিশন দুটির কার্যকারিতা আর রইল না।”


রিট আবেদনকারীদের একজন সারজিস আলম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, “গত ১৬ বছর যেভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে, তা আমরা করতে চাই না। আমরা এমনভাবে রিট করব যে পুরো বাংলাদেশের মানুষ সব সময় তার সাক্ষী দেবে। ওই রিটের এডিট থেকে শুরু করে যা কিছু রয়েছে, তা কমপ্লিট (সম্পূর্ণ) করে হয়তো আগামীকাল বা সর্বোচ্চ হলে পরশু দিনের মধ্যে আমরা বিষয়টি গণমাধ্যমের সামনে নিয়ে আসব।”


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম ও হাসিবুল ইসলাম সোমবার এ দুই রিট আবেদন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও