ট্রাম্পের শত শত ভিডিও নিয়ে ঘুরেছেন তিনি

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৩৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। গত ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও নজর কেড়েছেন ট্রাম্পের চরিত্রে অভিনয় করা সেবাস্তিয়ান স্ট্যান। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটিকে স্ট্যান জানিয়েছেন পর্দায় তাঁর ট্রাম্প হয়ে ওঠার গল্প।


তরুণ বয়সের ট্রাম্প হয়ে উঠতে শারীরিক চ্যালেঞ্জই ছিল বেশি। সেবাস্তিয়ান স্ট্যান জানান, নিজের ফোনে ট্রাম্পের পাঁচ শতাধিক ভিডিও নিয়ে ঘুরেছেন তিনি। বিভিন্ন সময় ও অ্যাঙ্গেলে ধারণ করা এসব ভিডিও দেখে পর্দায় ট্রাম্প হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছেন স্ট্যান। এ ছাড়া ওজন বাড়াতে হয়েছে ১৪ পাউন্ড। অভিনেতার ভাষ্যে, ‘এসব ভিডিওতে তাঁর হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, উচ্চারণ ইত্যাদি বিষয় খেয়াল করেছি। এ ছাড়া তাঁর প্রচুর সাক্ষাৎকার পড়েছি, নিজের মতো করে একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও