ইরানের ওপর ইসরায়েলের হামলার পরও তেলের দাম কমেছে ৪ শতাংশ
প্রথম আলো
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৩৩
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা সত্ত্বেও তেলের দাম কমছে। সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারের বেশি কমে গেছে। সপ্তাহান্তে তেহরানের জ্বালানি ও পারমাণবিক অবকাঠামো এড়িয়ে ইরানের ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত না হওয়ায় ওই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে এসেছে।
ব্রেন্ট ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—এই উভয় ধরনের তেলের দাম আজ সোমবার দিনের শুরুতে ১ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে ছিল। প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ৩ দশমিক ১৩ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৭২ ডলার ৯২ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম কমেছে ৪ দশমিক ৪ শতাংশ বা ৩ দশমিক ১৫ ডলার।