ঋতু পরিবর্তনে কেশ পরিচর্যার ধারাও বদলাতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ২০:৩৩

শীত মৌসুম এগিয়ে আসার সাথে সাথে চুলও হয়ে যায় রুক্ষ। কারণ দিন দিন বাতাসের আর্দ্রতা কমতে থাকে।


তাই আবহাওয়া পরিবর্তনের সাথে যেমন ত্বকের পরিচর্যার ধরন পাল্টাতে হয় তেমনি বদলাতে হয় কেশ পরিচর্যার রুটিন।


যদিও সবার চুলের ধরন এক নয়। তারপরও অভিজ্ঞরা বলছেন- কিছু বিষয় সকলের জন্য পালন করা উপকারী।


যেভাবে চুলের যত্নের ধারা পাল্টাতে হবে


ঋতু পরিবর্তনের সাথে কয়েকটি পর্যায়ে কেশ পরিচর্যার ধাপগুলো পরিবর্তন করা দরকার পড়ে।


এই বিষয়ে ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক সিটি’র ‘শাফের ক্লিনিক ফিফ্থ অ্যাভনিউ’য়ের ত্বক-বিশেষজ্ঞ ড্যান্ডি এঙ্গেলম্যান বলেন, “চুল ও মাথার ত্বক আর্দ্র করে এবং আর্দ্রতা ধরে রাখে এমন পণ্য ব্যবহার করার পরামর্শ দেই আমি।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও