রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে
বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে বাইকপ্রেমীদের।
শুধু ইলেকট্রিক বাইক নয়, বাজারে এসেছে সিএনজি বাইকও। বাজাজের তৈরি ফ্রিডম ইতোমধ্যেই বেশ প্রচার পেয়েছে। জ্বালানির খরচ তেলের তুলনায় কম হলেও ইলেকট্রিক বাইকের মতো কম নয়।
এবার সবাইকে পিছনে ফেলতে পারে রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বাইক। বাইকের বাজারে রয়্যাল এনফিল্ড প্রায় এক শতাব্দী ধরে জনপ্রিয়। রেট্রো ডিজাইনের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন, বাইকপ্রেমীদের কাছে সব সময়ই আবেগের নাম রয়্যাল এনফিল্ড।
এবার সেই রয়্যাল এনফিল্ডই বাজারে আনতে চলেছে ইলেকট্রিক বাইক। আগামী ৪ নভেম্বর লঞ্চ করতে পারে বাইকটি। যদিও লঞ্চ করার আগেই তার টিজার প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ভাইরাল হয়েছে এই ছবিটিও, যা ইলেকট্রিক বাইকের ছবি বলে দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে।