আতিফ আসলাম কেন এত জনপ্রিয়
রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ জুটির ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার ‘তেরা হোনে লাগা হুঁ’ ও ‘তু জানে না’ গান দুটি আতিফ আসলামের গাওয়া। এক যুগের বেশি সময় পরও গানগুলোর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এক সিনেমায় একই শিল্পীর দুটি গান জনপ্রিয় হয়ে ওঠার ম্যাজিকটা কী? বৈচিত্র্য। যদিও পরপর শুনলে গান দুটির মধ্যে ফারাক বের করা কঠিন। তবে দুটি গানের মধ্যেই দুটি পৃথক সত্তা আছে। আছে ভিন্ন স্বরের ওঠানামাও। ‘তেরা হোনে লাগা হুঁ’ গানটি শুনলে যে ভালো লাগা কাজ করে, ‘তু জানে না’ গানটি শুনলে ভালো লাগার রেশ না বদলালেও কারণ বদলে যায়। কারণ, প্রথম গানটিতে আছে আনন্দের সৌন্দর্য আর দ্বিতীয়টিতে বেদনার। আনন্দ–বেদনা উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলোকে আপন করে নিতে পারেন বলেই কি আতিফের গান ভালো লাগে?
‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের উৎসবে চলতি বছরের এপ্রিল মাসে ঢাকার মঞ্চ মাতিয়েছিলেন আতিফ। আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন তিনি। জানা গেছে, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে তিনি অংশ নেবেন।
- ট্যাগ:
- বিনোদন
- জনপ্রিয়তা
- আতিফ আসলাম