৬ উইকেট নিয়ে অভিষেক রাঙালেন পেসার মারুফ
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিলেন মারুফ মৃধা। ১৮ বছর বয়সী বাঁহাতি পেসার স্মরণীয় উপলক্ষ রাঙালেন ৬ উইকেট নিয়ে। তার পাশাপাশি আনিসুল ইসলাম জ্বলে ওঠায় একশর নিচে গুটিয়ে গেল রাজশাহী বিভাগ। তবে জবাব দিতে নেমে স্বস্তিতে নেই ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে শনিবার রাজশাহীকে প্রথম ইনিংসে ৭৭ রানে অলআউট করে দিয়েছে ঢাকা মেট্রো। এরপর তারা প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ১৩৮ রান তুলে। দলটি এগিয়ে আছে ৬১ রানে।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা মেট্রোর বোলারদের তোপের মুখে পড়ে রাজশাহী। শুরু থেকেই নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ইনিংসের সর্বোচ্চ ২৩ রানের জুটি তারা পায় শেষ উইকেটে। দলটির মাত্র তিন ব্যাটার পৌঁছান দুই অঙ্কে। দশে নামা মোহর শেখ সর্বোচ্চ ১৯ রান করেন। বয়সভিত্তিক পর্যায়ে দ্যুতি ছড়ানো মারুফ ৬ উইকেট নেন ২২ রানে। আনিসুল ৩ উইকেট পান ১০ রানের বিনিময়ে।
- ট্যাগ:
- খেলা
- জাতীয় ক্রিকেট লিগ