You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ চট্টগ্রামে, মুশতাক বিকেএসপিতে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে আজ দুপুরে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের বেশির ভাগ ক্রিকেটার ব্যক্তিগত গাড়িতে এলেও একটু ভিন্নভাবে এলেন পেসার হাসান মাহমুদ—তিনি আসেন রাইড শেয়ারিং মোটরসাইকেলে। শান্তর নেতৃত্বে পুরো দল যখন চট্টগ্রামে, তখন দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ব্যস্ত বিকেএসপিতে ৷ 

মুশতাক চট্টগ্রামে যাবেন আগামীকাল দুপুরে। চট্টগ্রামে যাওয়ার আগে আজ তাঁর সময় কাটছে বিকেএসপিতে। সেখানে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ দেখতে মুশতাক গেছেন বিকেএসপিতে ৷ ৪ নম্বর মাঠে বসেই দেখেছেন ঢাকা মহানগর-রাজশাহী বিভাগের প্রথম দিনের খেলা। বাংলাদেশের জাতীয় দলের কোনো বিদেশি কোচের ঘরোয়া লিগের ম্যাচ, সেটাও আবার প্রথম শ্রেণির ম্যাচ, তাই দেখতে যাওয়া একটু বিরলই বলা যায়। ইংলিশ কোচ স্টিভ রোডস একবার ঢাকার লিগ দেখতে গিয়েছিলেন ৷ এর বাইরে বিদেশি কোচদের মাঠে আসার ঘটনা খুব একটা দেখা যায় না। 

মুশতাক যখন মাঠে পা রাখেন, তখন রাজশাহী বিভাগের অবস্থা বেশ সংকটময়। ঢাকা মহানগরের পেসার মারুফ মৃধার বোলিং তাপে রাজশাহী মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে। মারুফ একাই নেন ৬ উইকেট, ২২ রানের বিনিময়ে। তাঁর সঙ্গে আনিসুল ইসলাম ও পেসার আবু হায়দার রনি ভাগ করে নেন বাকি ৪ উইকেট। মুশতাক পেসারদের দুর্দান্ত বোলিং দেখলেও তাঁর বিশেষ একটা দৃষ্টি হয়তো স্পিনারদের দিকে ছিল ৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন