![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-25%252F42d1ojx8%252FmodiXIAFP.jpg%3Frect%3D0%252C11%252C720%252C480%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মোদি ভারতকে যুক্তরাষ্ট্র থেকে চীনের কাছে আনছেন কেন
১৬তম ব্রিকস সম্মেলন মাথায় রেখেই বোধ হয় ভারত ও চীন হিমালয় সীমান্তের পশ্চিম সেক্টরে তাদের দীর্ঘদিনের সীমান্ত সমস্যার স্থবিরতা থেকে সরে আসতে রাজি হয়েছে।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে চীনের প্রধান অভিযোগ এই যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুরু করেছে। ভারত বিভিন্ন চুক্তি স্বাক্ষর করতে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এসব চুক্তি কার্যকরভাবে ভারতকে দক্ষিণ এশিয়ায় মার্কিন সহযোগী এবং মিত্র হিসেবে দাঁড় করিয়ে দেয়।
ভারত-যুক্তরাষ্ট্রের এই নৈকট্যকে চীন ওয়াশিংটনের ‘চীনকে একঘরে করো’ নীতির সম্প্রসারণ হিসেবে দেখে। জবাবে চীন ভারতকে চাপে রাখতে চেয়েছে, যাতে ভারতকে যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত রাখা যায়।
- ট্যাগ:
- মতামত
- ভারত-চীন
- ভারত-চীন সম্পর্ক