বিশ্ববিদ্যালয়ে দলগত কাজে ভালো করার উপায়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৩
বিশ্ববিদ্যালয় জীবনে প্রায়ই আমাদের দলগত কাজ করতে হয়। প্রেজেন্টেশন থেকে শুরু করে গ্রুপ স্টাডি—সবকিছুতে দলগত কাজের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এ প্রয়োজনীয়তা অনূভব করলেও আমরা অনেকে মানি না। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসব দলগত কাজে কোনো ধরনের সমন্বয় থাকে না। এতে করে পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি ফলাফলে খারাপ প্রভাব ফেলে। তাই এ সমস্যা সমাধান করা জরুরি। এ ক্ষেত্রে কিছু উপায় অনুসরণ করা যেতে পারে—
প্রত্যেক সদস্যকে বোঝা
দলের সব সদস্য সব কাজে পারদর্শী হবে, তা নয়। একেকজন একেক ক্ষেত্রে পারদর্শী হবে, এটাই স্বাভাবিক। তাই দলে কাজ ভাগ করার সময় যে যেই কাজে পারদর্শী, তাকে সেই কাজ দেওয়া উচিত। এর ফলে একদিকে যেমন কাজের মান ভালো হবে, অন্যদিকে পুরো গ্রুপের কাজ সহজে ও কম সময়ে শেষ করা যাবে।
- ট্যাগ:
- লাইফ
- প্রেজেন্টেশন
- টিপস