ব্রিকস জোটে বাংলাদেশের বৃহত্তর ভূমিকায় সমর্থন দেবে রাশিয়া
ব্রিকস জোটের ভবিষ্যৎ সম্প্রসারণের সময় বাংলাদেশ যাতে বৃহত্তর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে রাশিয়া সমর্থন দেবে বলে আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্র উপমন্ত্রী সের্গেই এ রিয়াবকভ। কাজানে ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ব্রিকস প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রিয়াবকভ। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ‘পরিণত’ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার দিকে মনোনিবেশ করেন তারা। আলোচনায় রাশিয়ার মস্কোতে পরবর্তী ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দ্বিপক্ষীয় বৈঠক
- ব্রিকস