হারুনের আশীর্বাদে রাজা হতে চেয়েছিলেন আ.লীগ নেতা
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদের আশীর্বাদে রাজধানীর মোহাম্মদপুরের রাজা হতে চেয়েছিলেন থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম শাহীন বেপারী। হারুনের নির্দেশে ডিবি পুলিশের পাহারায় ভোট কারচুপি করে ছিনিয়ে নেন ঢাকা উদ্যান বাড়ি মালিক সমিতির সভাপতির পদ। হারুনের ঘনিষ্ঠ আস্থাভাজন হওয়ায় ডিবি পুলিশকে দাঁড় করিয়ে দখল করতেন নতুন নতুন প্লট। যার ভয়ে ঢাকা উদ্যানের বাসিন্দারা আতঙ্কে থাকতেন। পাশাপাশি, নিজের পরিবারের সদস্যদের সম্পদ দখল করে নানা রকম হামলা-মামলা দিয়ে হয়রানি করেন।
মোহাম্মদপুরের ঢাকা উদ্যান হাউজিং এলাকায় বাড়ির মালিক সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার করে ডিবি পুলিশের পাহারায় সভাপতি পদ বাগিয়ে নেন তিনি। এরপর থেকে এ হাউজিং এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে গেলে বাড়ির মালিক সমিতির নামে কয়েক লাখ টাকা চাঁদা দিতে হতো। কেউ চাঁদা দিতে না চাইলে তার ওপর ভয়াবহ নির্যাতনসহ বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হতো। এ ছাড়া আবু সায়েম শাহীন ডিবি হারুনের সঙ্গে রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে নতুন নতুন ব্যবসা শুরু করেন। কিশোরগঞ্জে হারুনের প্রেসিডেন্ট রিসোর্ট, দেশের বাইরে স্বর্ণের চোরাচালানের ব্যবসা ও সফরসঙ্গী হিসাবে নিয়মিত যাতায়াত করতেন শাহীন।