You have reached your daily news limit

Please log in to continue


জেলা শিল্পকলা একাডেমি: মিলনায়তনের ভাড়া বেশি, মুখ ফেরাচ্ছেন সংস্কৃতিকর্মীরা

দেশের আট জেলায় শিল্পকলা একাডেমির অত্যাধুনিক ভবন নির্মিত হয়েছে। এসব ভবনে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত মিলনায়তন, এলইডি মনিটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও যে সাংস্কৃতিক কর্মযজ্ঞ পরিচালিত হওয়ার কথা, তা খুব একটা দেখা যায় না।

এসব জেলার সংস্কৃতিকর্মীরা বলছেন, ঢাকার চেয়েও বেশি ভাড়া গুনতে হয় বলে এসব আধুনিক মিলনায়তন ব্যবহারে অনাগ্রহ রয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর।

তাছাড়া আধুনিক লাইট, সাউন্ড, এলইডি সুবিধা থাকলেও দক্ষ অপরেটর না থাকায় কোনো কোনো জায়গায় সেসব সরঞ্জাম ব্যবহার নিয়ে অসন্তোষ রয়েছে।

২০২২ সালে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা শিল্পকলা একাডেমির আধুনিক ভবন উদ্বোধন করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন