 
                    
                    মনি কিশোরের দাফন হবে রামপুরায়
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ২২:৫৮
                        
                    
                নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোর। তিন দিন আগে তার নিজের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিন দিন ধরে মরদেহটি পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। দাফন নাকি সৎকার - এমন প্রশ্নে নিয়েও ছিল জটিলতা।
 
জানানো হয়েছিল তার একমাত্র মেয়ে দেশে আসার পরই তাকে দাফন বা সৎকার করা হবে। সব মিলিয়ে শিল্পীর দাফন বিলম্ব হচ্ছিল। অবশেষে সকল জটিলতার অবসান হয়েছে। আজ মনি কিশোরের লাশ দাফন করা হবে।
 
এমন তথ্য জানিয়েছেন গীতিকার মিল্টন খন্দকার।
তিনি জানান, আজ রাত ৯টায় রামপুরার দক্ষিণ বনশ্রীর বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে শিল্পী মনি কিশোরের। মসজিদের পাশেই একটি কবরস্থানে দাফন করা হবে তাকে।
এদিকে মেয়ের আসা প্রসঙ্গে এই গীতিকার গতকাল জানিয়েছিলেন, ‘মনি কিশোরের মেয়ে নিন্তি চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন।

 
                    
                 
                    
                