গুগল ডুডলে নতুন গেম ‘রাইজ অব দ্য হাফ মুন’, যেভাবে খেলবেন
সার্চ ইঞ্জিন গুগলে প্রবেশ করলে এখন একটি গেম দেখা যাবে। চাঁদের বিভিন্ন ধাপ সম্পর্কে শিক্ষা দিতে গুগল ডুডলে নতুন এই ইন্টার্যাকটিভ গেম সিরিজের উন্মোচন করা হয়েছে। গেমটির নাম ‘রাইজ অব দ্য হাফ মুন’। এটি অক্টোবর মাসের শেষার্ধের অর্ধচাঁদ উদযাপন করতে চালু হয়েছে, যা বৃহস্পতিবারে ঘটবে।
গেমটিতে প্রতিযোগিতার মাধ্যমে চন্দ্র চক্র সম্পর্কে খেলোয়াড়রা তাদের জ্ঞান পরীক্ষা করার সুযোগ পাবে।
গেমটি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশের গুগল সার্চ প্ল্যাটফরমে পাওয়া যাচ্ছে। গুগল গেমটি সম্পর্কে বলেছে, ‘আপনি এই নতুন ডুডল গেম সিরিজ নিয়ে খুব খুশি হবেন! চন্দ্রের ধাপগুলোকে যুক্ত করার মাধ্যমে পয়েন্ট অর্জনের জন্য খেলোয়াড়দের এই কার্ড গেমে অংশ নিতে হবে। আপনি যদি যথেষ্ট দক্ষ হন এবং গেম শেষ করতে পারেন, তবে আপনি পুরস্কৃত হতে পারেন।