ভারতের ইলিশ রপ্তানি: লক্ষ্যমাত্রার অর্ধেকও যায় না বৈধপথে
দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি সাম্প্রতিক বছরগুলোতে একটা রেওয়াজে পরিণত হয়েছে। দুর্গোৎসবের আগে এ নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের চাহিদার প্রস্তাবও বিবেচনায় নিচ্ছে সরকার। তবে প্রতিবছর দেশ থেকে যে পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির পরিকল্পনা নেওয়া হচ্ছে, বৈধ পথে তার অর্ধেকও যাচ্ছে না। এ কারণে কোনো বছরই ভারতে ইলিশ রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। গত পাঁচ অর্থবছর অব্যাহতভাবে লক্ষ্যমাত্রার বিচ্যুতি ঘটেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরে দেশের ১৮ প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। সে সময় রপ্তানি হয় মাত্র ১ হাজার ৬৯৯ টন। ২০২১-২২ এ ৫২ প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ টন অনুমোদনের বিপরীতে ইলিশ রপ্তানি হয় মাত্র ১ হাজার ২৩০ টন। একইভাবে ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৪৫০ টনের বিপরীতে রপ্তানি হয় ১ হাজার ৩৯১ টন। ২০২৩-২৪ অর্থবছরে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত ভারতে রপ্তানি হয় মাত্র ৮০২ টন।
অন্যদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছর সরকার ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির জন্য ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। এর মধ্যে গত ১২ অক্টোবর শেষ হয়ে যায় রপ্তানির সময়সীমা। কিন্তু সময়ের মধ্যে অনুমোদিত ২৯ প্রতিষ্ঠান এক কেজি ইলিশও রপ্তানি করতে পারেনি। বাকি ২০ প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৫৩২ টন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বৈধপথ
- ইলিশ রপ্তানি