রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর প্রমাণ পাওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১৬:২৪

রাশিয়ায় উত্তর কোরিয়া থেকে সেনা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার এ দাবি করা হয়।


যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় তিন হাজার সেনা পাঠানোর প্রমাণ তাদের নজরে এসেছে। এসব সেনা সম্ভবত ইউক্রেনে মোতায়েন করা হবে। এ পদক্ষেপের কারণে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘উত্তর কোরিয়া যদি ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করে, যেমনটা কিয়েভ অভিযোগ করেছে, তবে এটি অনেক অনেক গুরুতর বিষয়।’ রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনাদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও