আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’ ২ শ্রমিক ঢাকায়
চার মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে অসন্তোষের মধ্যে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় চার শ্রমিক আহত হয়েছেন; যাদের মধ্যে ‘গুলিবিদ্ধ’ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার এলাকায় জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম জানান। তবে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি তার।
এ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে টানা তিন ধরে আন্দোলন করে আসছেন।
আহত শ্রমিকরা হচ্ছেন- জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের প্রিটিং অপারেটর মোর্শেদা বেগম (৩৫), সুইং অপারেটর মোছা. চম্পা খাতুন (২২), শ্রমিক ববিতা আক্তার ও সুসুকা গার্মেন্টেসের শ্রমিক হালিমা খাতুন।