ভারত থেকে আমদানি: বেনাপোলেই ডিমের দাম ১৪ টাকা
ভারত থেকে ডিম আমদানির বন্দর যশোরের যে উপজেলায়, সেই বেনাপোলেই দাম কমেনি খুব একটা।
আমদানি শুল্ক কমানোর পরেও মঙ্গলবার সেখানে ভোক্তাদের প্রতিটি ডিম কিনতে হয়েছে ১৪ টাকায়, যদিও সরকার সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে ১১ টাকা ৮৬ পয়সা
সরকার পাইকারিতে প্রতিটি ডিমের দাম ১১ টাকা ১ পয়সা ঠিক করে দিলেও সেখানে বিক্রি হচ্ছে ১২ টাকা ৮ পয়সায়।
বুধবার পর্যন্ত আমদানি করা ডিমে শুল্ক দিতে হয়েছে ৩১ শতাংশ। বাজার স্থিতিশীল রাখতে সরকার ডিমে শুল্কহার কমালে, বৃহস্পতিবার থেকে দিতে হচ্ছে ১৩ শতাংশ। আগে প্রতিটি ডিমে শুল্ক দিতে হত এক টাকা ৮৩ পয়সা, এখন দিতে হচ্ছে ৭৭ পয়সা।
ভারত থেকে প্রতিটি ডিম কেনা হচ্ছে ৫ টাকা ৮০ পয়সায়। শুল্ক পরিশোধের পর পড়েছে ৬ টাকা ৫৭ পয়সা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি
- ডিম
- ডিমের দাম