বিব্রতকর পরিস্থিতি থেকে বাংলাদেশকে বাঁচালেন জাকের-মিরাজ
টেস্টে দিনের শুরুতে বাংলাদেশের কাঁপাকাঁপি খুবই পরিচিত দৃশ্য। মিরপুরে আজ তৃতীয় দিনের সকালেও সেটার ব্যতিক্রম হয়নি। লাঞ্চের আগেই বাংলাদেশের গুটিয়ে যাওয়ার তুমুল আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে স্বাগতিকদের ত্রাতা হয়ে কাজ করছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। তাঁদের প্রতিরোধেই বিব্রতকর পরিস্থিতি এড়াল বাংলাদেশ।
২০২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ গতকাল দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ দুই দিনেই হেরে বসে কি না, এমন আশঙ্কা তৈরি হয়। সেখান থেকে ম্যাচটা তৃতীয় দিনে নিয়ে গেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনের সকালেও দেখা যায় উইকেট হারানোর মিছিলে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। কতক্ষণ টিকবে বাংলাদেশ, এটাই তখন বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে জাকের-মিরাজ যেভাবে প্রতিরোধ গড়ে তুললেন, তাতে ইনিংস হারের সম্ভাবনা নেই বললেই চলে। সপ্তম উইকেটে ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন তাঁরা।৬ উইকেটে ২০১ রানে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেল বাংলাদেশ। কত রানের লিড স্বাগতিকেরা নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
২৭.১ ওভারে ৩ উইকেটে ১০১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরু হওয়ার অল্প কিছুক্ষণ পরই কাগিসো রাবাদার জোড়া ধাক্কা। ৩২তম ওভারের প্রথম বলে মাহমুদুল হাসান জয়কে ফেরান রাবাদা। ৯২ বলে ৫ চারে জয় করেন ৪০ রান। তাতে ভেঙে যায় চতুর্থ উইকেটে মুশফিকুর রহিম ও জয়ের ৭৪ বলে ৪৬ রানের জুটি। একই ওভারের চতুর্থ বলে মুশফিককেও ফেরান রাবাদা। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল কীভাবে স্টাম্পে আঘাত হানল, সেটা ভেবেই যেন অবাক মুশফিক। ওয়ানডে মেজাজে খেলতে থাকা মুশফিক আউট হয়েছেন ৩৩ রান করে। ৩৯ বলের ইনিংসে মেরেছেন ৩ চার।