You have reached your daily news limit

Please log in to continue


দাফন নাকি সৎকার জটিলতায় মর্গে পড়ে আছে মনি কিশোরের মরদেহ

নব্বই দশকের জনপ্রিয় গায়ক মনি কিশোরের মরদেহ এখনও মর্গে পড়ে আছে। দাফন নাকি সৎকার করা হবে— এমন প্রশ্নের জটিলতায় দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে গায়কের দেহ। 

গত শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানান, তিন-চারদিন আগেই গায়কের মৃত্যু হয়েছে। মরদেহটি ফ্ল্যাটে পড়ে থাকার একপর্যায়ে ফুলে ফেঁপে ওঠে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। 

এরপর প্রশ্ন ওঠে, গায়কের মরদেহ দাফন করা হবে কি না? কারণ ব্যক্তিগত জীবনে এই শিল্পী সনাতন ধর্মালম্বী ছিলেন। তবে নব্বইয়ের দশকে মুসলিম মেয়েকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। এরপর গত দেড় যুগ আগে সেই সংসারে বিচ্ছেদ হয়। 

বিগত কয়েক বছর ধরে ঢাকায় একাই জীবনযাপন করছিলেন এই গায়ক। তার একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার কাছেই মনি কিশোর জানিয়ে গেছেন, মৃত্যুর পর যেন মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন