ভারতে স্যাটেলাইট তরঙ্গ বরাদ্দ নিয়ে পরামর্শ দেওয়ার সময় বাড়ানো হয়েছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ১৪:১২
ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবার (স্যাটেলাইট) তরঙ্গ বরাদ্দের ধরন নিয়ে জটিলতা কাটছে না। এবার তরঙ্গ বরাদ্দ নিয়ে পরামর্শ দেওয়ার সময়সীমা বাড়িয়েছে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)।
বিষয়টি হলো এই তরঙ্গ কি নিলামের মাধ্যমে বরাদ্দ হবে নাকি সরাসরি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে বরাদ্দ হবে, তা নিয়ে ইলন মাস্কের সঙ্গে মতভেদ আছে ভারতের মুকেশ আম্বানি ও সুনীল মিত্তালদের। সেই আবহে তরঙ্গ কীভাবে দেওয়া হবে, তা নিয়ে পরামর্শ দেওয়ার সময়সীমা সাত দিন বাড়িয়ে ২৫ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, এই পরামর্শের পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর পর্যন্ত মন্তব্য করা যাবে।