You have reached your daily news limit

Please log in to continue


‘ভারতের বিপক্ষে অবশ্যই জয়ের লক্ষ‍্যে খেলা উচিত’

পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে বদলে গেছে সমীকরণ। যেখানে পাকিস্তানের বিপক্ষে জিতলেই সেমি-ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যেত, সেখানে অনাকাঙ্ক্ষিত ড্রয়ে পিটার জেমস বাটলারের দলের হিসাব গেছে বদলে। ভাবতে হচ্ছে অনেক কিছু নিয়েই।

বিজিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে এই প্রসঙ্গে আলাপচারিতায় উইমেন’স সাফ জয়ী কোচ গোলাম রব্বানী ছোটন ও ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না জানালেন নিজেদের চাওয়ার কথা। বললেন, পরিস্থিতি যাই হোক ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামা উচিত দলের।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম দল ভারতের মুখোমুখি হবে শিরোপাধারী বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করায় সেমি-ফাইনালে যেতে হলে দুই গোলের চেয়ে বেশি ব্যবধানে হার এড়ালেই চলবে। এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়েছিল ভারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন