বিশেষ এই ক্যামেরাটি কেবল কমোডে মলের ছবি তোলে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ২২:০৪
মানব বিষ্ঠার ছবি তুলতে পারে এমন এক বিশেষ ধরনের ক্যামেরা বিক্রি করছে টেক্সাসের অস্টিনভিত্তিক স্টার্টআপ থ্রোন।
টয়লেটে থাকা কমোডের এক পাশে ক্লিপের মাধ্যমে আটকানো থাকে ক্যামেরাটি, যার মাধ্যমে মানব বিষ্ঠার ছবি তোলে এটি। আর, দেহে অন্ত্রের স্বাস্থ্য ও পানির মাত্রার মতো বিভিন্ন বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানতে মানব বিষ্ঠা পরীক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ক্যামরাটি।
নিজেদের তৈরি এ প্রযুক্তিকে ‘অন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা’ বলে বর্ণনা করেছে স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ থ্রোন। কোম্পানিটি বলছে, ক্যামেরার এআই সিস্টেমটি “চিকিৎসকদের মাধ্যমে বিশেষভাবে প্রশিক্ষিত। যাতে ব্যবহারকারীরা বুঝতে পারেন তাদের স্বাস্থ্য সম্পর্কে কোন কোন তথ্য দিচ্ছে বিষ্ঠা।”