![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-21%252Fm98uunj4%252F%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2587%25E0%25A6%2595-%25E0%25A6%2586%25E0%25A6%25AB%25E0%25A6%25B8%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2580.jpg%3Frect%3D49%252C0%252C539%252C359%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
মালেক আফসারী এবার ওয়েব ফিল্ম বানাবেন
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে কাজ করছেন মালেক আফসারী। এই দীর্ঘ সময়ে ২৪টি ছবি পরিচালনা করেছেন। ২৫ নম্বর ছবিটি শাকিব খানের সঙ্গে করার খুব ইচ্ছা এই পরিচালকের। সেভাবেই পরিকল্পনাও রয়েছে তাঁর। কিন্তু সবকিছু যেন ব্যাটে–বলে মিলেও মিলছে না। তবে এর মধ্যে খবর এল, এই পরিচালক ঠিকই পরিচালনায় আসছেন। বড় পর্দায় নয়, তিনি বানাবেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য। বিভিন্ন সূত্রে জানা গেছে, মালেক আফসারী ওয়েব ফিল্ম বানাবেন।
এদিকে মাস দুয়েক আগেও মালেক আফসারীর নতুন চলচ্চিত্র নির্মাণের কথা শোনা গিয়েছিল, তবে এখনো তা নিশ্চিত নয়। গত শনিবার একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেল, ওটিটি মাধ্যমে অভিষেক ঘটতে চলেছে এই পরিচালকের। বঙ্গ বিডির প্রযোজনায় প্রথমবারের মতো তাঁকে ওয়েব ফিল্ম পরিচালক হিসেবে দেখা যাবে। ছয় মাস ধরে চিত্রনাট্যের কাজ চলছে। ‘ফেস টু ফেস’ শিরোনামের ওয়েব ফিল্মটি একটি উপন্যাস অবলম্বনে তৈরি হবে।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব ফিল্ম
- মালেক আফসারী