৪ মডেলের মোটরবাইক নিয়ে দেশের বাজারে রয়্যাল এনফিল্ড, দাম কত

প্রথম আলো প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ১৯:০৭

ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটরবাইকের কথা বললেই মানসপটে ভেসে ওঠে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ছবি। এখন বাংলাদেশেও পাওয়া যাবে এই মোটরবাইক। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি মডেলের মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে রয়্যাল এনফিল্ডের শোরুমও চালু করা হয়। দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের মোটরবাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি গোবিন্দরাজন, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ এবং রয়্যাল এনফিল্ডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা যাদবিন্দর সিং গুলেরিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, বিশ্বজুড়ে রয়্যাল এনফিল্ড শীর্ষস্থানীয় মধ্যম ঘরানার মোটরবাইক ব্র্যান্ডে পরিণত হয়েছে। এরই মধ্যে রয়্যাল এনফিল্ড যুক্তরাজ্য, কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। গত বছর আমরা নেপালে সিকেডি অপারেশন চালু করে আমাদের আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করেছি। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা মধ্যম ঘরানার মোটরবাইক সেগমেন্টে বিশ্বব্যাপী নেতৃত্বের অবস্থান নিশ্চিত করেছি। মোটরবাইকের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বাংলাদেশেও এক অভাবনীয় সুযোগ তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও