দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টাইগাররা
ওয়ানডেতে ২৫ বারের মোকাবেলায় ছয়টি জয় পেলেও টেস্ট কিংবা টি-টোয়েন্টিতে এখনো দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৪ টেস্টের মুখোমুখিতে ১২টিই হেরেছে তারা। এর মধ্যে ড্র করেছে দুটি টেস্ট। এছাড়া নয়টি টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোতেই জুটেছে হার। টেস্টে বাংলাদেশ এখন পর্যন্ত দুটি দেশকে হারাতে পারেনি—ভারত ও দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ভারত সফরে ২-০-তে হেরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে কি হারাতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? ১৫তম লড়াইয়ে কি ছিঁড়বে টাইগারদের ভাগ্যের শিঁকে?
দুই দল অষ্টমবারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
টেস্টে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের লড়াইটা বড্ড একপেশে। ২০১৫ সালে ঢাকা ও চট্টগ্রামের দুটি টেস্ট বাদে প্রোটিয়াদের সামনে স্রেফ খড়কুটোর মতো উড়ে গেছে বাংলাদেশ দল। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে হারের ব্যবধান একটু কমিয়ে আনলেও ফল পাল্টানো যায়নি।