যেভাবে ঘরে তৈরি করবেন পিনাট বাটার

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ২২:১৩

সকালের নাশতায় ব্রেডের সঙ্গে জ্যাম, জেলি বা বাটার আমরা প্রতিদিনই খেয়ে থাকি। চটজলদি নাশতায় এসব খাবারের জুড়ি নেই। সকাল বা বিকেলের স্ন্যাকস টাইমে বা বাচ্চাদের টিফিনে অনায়াসেই দেয়া যায় ব্রেড ও বাটার। তবে সচরাচর আমরা যে বাটার খেয়ে থাকি তাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকায় বিভিন্ন রকম স্বাস্থ্যগত সমস্যা হতে পারে।


এ ক্ষেত্রে সহজ সমাধান হতে পারে পিনাট বাটার।


দারুণ স্বাদের এই পিনাট বাটার শুধু যে স্বাদেই অনন্য তা নয়, বরং এতে থাকা উপকারী ফ্যাট, ফাইবার ও প্রোটিন আপনার সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে এবং সারা দিনের ফাস্ট ফুড ও অস্বাস্থ্যকর খাবারের চাহিদা কমাতে সক্ষম। যারা ডায়েট করছেন তাদের জন্য পিনাট বাটার খুবই উপকারী।



যেভাবে ঘরে তৈরি করবেন পিনাট বাটার


২ কাপ বাদাম
২ চা চামচ কোকো পাউডার
২ চা চামচ তেল
২ চা চামচ মধু
১ চিমটি লবণ
১/২ চা চামচ গরম মসলা গুঁড়া
চকোলেট চিপস ২ চা চামচ


প্রণালী



  • প্রথমে একটি পাত্রে বাদামগুলো দিন। মাঝারি আঁচে পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিন।

  • এবার ভাজা বাদামগুলো একটি ব্লেন্ডারে দিয়ে পাঁচ মিনিট ভালো করে ব্লেন্ড করে নিন।

  • ব্লেন্ড করা ওই বাদামের সঙ্গে তেল, কোকো পাউডার, গরম মশলার গুঁড়া, মধু, চকোলেট চিপস ও লবণ দিয়ে আরো পাঁচ মিনিট ব্লেন্ড করুন।

  • হাত দিয়ে দেখে নিন সবগুলো উপকরণ ঠিকমতো ব্লেন্ড হয়েছে কি না।

  • এরপর একটি বোতলে বাদামের এই মিশ্রণটি রেখে ফ্রিজে ঠাণ্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর পিনাট বাটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও