ডেঙ্গু থেকে শিশুদের রক্ষা করতে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪, ১১:২৩

এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি। শিশুদের মধ্যে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এ বছর ১৫ বছরের নিচে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। তাই এমন অবস্থায় শিশুদের ডেঙ্গু থেকে রক্ষা করতে প্রস্তুত থাকতে হবে অভিভাবকদের। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চললে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।


ডেঙ্গুর কবল থেকে শিশুদের রক্ষা করতে তাদের থাকার জায়গা সব সময় মশামুক্ত রাখতে হবে। এ জন্য ঘরের জানালায় নেট ব্যবহার করুন। এ ছাড়া শিশুদের খেলার জায়গায় যেন মশা প্রবেশ না করতে পারে, সেদিকে নজর রাখতে হবে। 


শিশুকে ফুলহাতা জামা আর প্যান্ট পরিয়ে রাখুন। স্কুলে পাঠানোর সময় পায়ে লম্বা মোজা পরিয়ে পাঠান। 
বাড়ি হোক কিংবা বাড়ির বাইরে, সব সময় শিশুদের গায়ে মশা তাড়ানোর ক্রিম বা লোশন মাখিয়ে রাখুন। তবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শে মাখাতে হবে। 


সূর্যোদয় ও সূর্যাস্তের আগে শিশুকে নিয়ে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। কারণ, সূর্যোদয়ের ২ ঘণ্টা পরে ও সূর্যাস্তের ২ ঘণ্টা আগে এডিস মশার প্রকোপ বেশি থাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও