![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-18%252Fzsbgfvxh%252FJagodip-dhankhar.jpg%3Frect%3D0%252C523%252C1944%252C1296%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘন নিয়ে বৈশ্বিক নীরবতার কঠোর সমালোচনা ভারতের উপরাষ্ট্রপতির
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রতিবেশী দেশের হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এই সীমা লঙ্ঘনের বিরুদ্ধে ‘এত বেশি নীরবতা’ যথাযথ নয়।
‘তথাকথিত নৈতিকতার ফেরিওয়ালা, মানবাধিকারের রক্ষকদের’ এই ‘বধিরের নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের উপরাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে তাদের অবস্থান প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন জগদীপ ধনখড়। তিনি বলেন, এমন কিছুর ভাড়াটে ব্যক্তি রয়েছেন, যা সম্পূর্ণরূপে মানবাধিকারের বিরোধী।
জগদীপ ধনখড় বলেন, ‘আমরা অনেক বেশি সহনশীল এবং এ ধরনের সীমা লঙ্ঘনের বিরুদ্ধে এত বেশি সহনশীল হচ্ছি, যেটা ঠিক নয়।’ প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভাবুন, আপনি যদি ওই ব্যক্তিদের একজন হতেন, তাহলে কেমন হতো। দেখুন ছেলে, মেয়ে ও নারীরা কেমন নিষ্ঠুরতা, নির্যাতন, মানসিক নিপীড়নের শিকার হচ্ছে।’ হিন্দুদের ধর্মীয় স্থানগুলো কীভাবে আক্রান্ত হচ্ছে, সে বিষয়েও মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।