আ.লীগের জুলুমের বোঝা এখনো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে: জামায়াত আমির
যুগান্তর
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ১৫:০২
আওয়ামী লীগের জুলুমের বোঝা এখনো জাতিকে বয়ে বেড়াতে হচ্ছে। ছাত্র-জনতার সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি৷ প্রতিটি খাত থেকে অন্যায় অনিয়ম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘বাজারের পাশাপাশি বিভিন্ন অফিস ও বাহিনীতে এখনো সিন্ডিকেট রয়ে গেছে।’
তরুণদের জন্য জামায়াতে ইসলামের সমর্থন সবসময় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।