You have reached your daily news limit

Please log in to continue


স্প্যাম কল শনাক্তে ট্রুকলারের মতো সুবিধা চালু করছে অ্যাপল

স্মার্টফোনে ফোন নম্বর সংরক্ষণ করা না থাকলে ট্রুকলার অ্যাপের মাধ্যমে কল করা ব্যক্তির পরিচয় সহজে জানা যায়। এমনকি নির্দিষ্ট নম্বর থেকে আসা কল ব্লকও করা যায় অ্যাপটির সাহায্যে। আর তাই অপরিচিত নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত বা বিরক্তিকর ফোন কলের উৎস জানতে ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন অনেকেই। এবার আইফোনে স্প্যাম কল ঠেকাতে ট্রুকলার অ্যাপের আদলে কলার আইডি সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, ‘বিজনেস কলার আইডি’ নামের এ সুবিধায় বিভিন্ন প্রতিষ্ঠান আগে থেকেই ফোন নম্বর, নাম ও লোগো যুক্ত করতে পারবেন। এর ফলে অপরিচিত নম্বর থেকে ফোনকল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় সহজেই জানতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া পরিচয় দিয়ে করা স্প্যাম কল শনাক্তের সুযোগ মেলায় প্রতারণার সংখ্যা কমে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন