গুরু বন্দনা আর তত্ত্বগানে শিল্পকলায় ‘লালন স্মরণোৎসব' শুরু
গানে ও তত্ত্বে লালন সাঁইয়ের দর্শনকে উপস্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব'।
গুরু বন্দনা, তত্ত্ব ও পদ পরিবেশনে লালন সাঁইকে স্মরণ করা হয় প্রথম দিনের আয়োজনে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে 'আশাসিন্ধু তীরে' শীর্ষক পর্বের মাধ্যমে সূচনা হয় এ উৎসবের। উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
পরে ফকির লালন সাঁইয়ের তত্ত্ব ও পদ পরিবেশন করেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।
- ট্যাগ:
- বিনোদন
- লালন স্মরণোৎসব