রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ২০:০৮

চলমান রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


বেলারুশ ও এস্তোনিয়ার নতুন অনাবাসিক রাষ্ট্রদূত এবং উগান্ডার নতুন অনাবাসিক হাই কমিশনার বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে তাদের এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।


তার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো, এস্তোনিয়ার রাষ্ট্রদূত মারি লুপ এবং উগান্ডার হাই কমিশনার জয়েস কাকুরামাতসি কিকাফানদো এদিন সকালে বঙ্গভবনে যান। রেওয়াজ অনুযায়ী সেখানে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তারা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।


নতুন দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বেলারুশ, এস্তোনিয়া ও উগান্ডাসহ বিশ্বের সব দেশের সঙ্গেই সম্পর্কোন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও