You have reached your daily news limit

Please log in to continue


সাজিদ-নোমানের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে পাকিস্তান

বেন ডাকেট যখন ব্যাটিং করছিলেন, তখন ম্যাচের লাগাম ছিল ইংলিশদের হাতেই। ৩ উইকেটে ২২৪ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপর সাজিদ খান ও নোমান আলীর ঘূর্ণিতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে পাকিস্তান। উল্টো লিডের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

বুধবার মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৩৯ রান করেছে ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে এখনও ১২৭ রানে এগিয়ে আছে স্বাগতিক দলটি। নিজেদের প্রথম ইনিংসে ২৬৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

তবে দিনের শুরুটা দারুণভাবেই করেছিল ইংল্যান্ড। ৭৩ রানের ওপেনিং জুটি গড়েন জ্যাক ক্রলি ও ডাকেট। ক্রলিকে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন নোমান। ৩৬ বলে ২৭ রান করেন ক্রলি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন