দুইদিন পর তেজগাঁও আড়তে ডিম বিক্রি শুরু, লোকসানের দাবি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ২২:৩৪
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানার প্রতিবাদে দুইদিন বন্ধ রেখে ঢাকার তেঁজগাওয়ের আড়তে ডিম বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে পাশাপাশের পাড়া-মহল্লা থেকে শুরু করে আশপাশের বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।
মঙ্গলবার রাত থেকেই আড়তের দোকানগুলো চালু হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে দরে ডিম বিক্রি হয়েছে, তাতে লোকসানের দাবি করেছেন তারা।
তেঁজগাও ডিম সমিতির সদস্য ও নাসির ট্রেডার্সের কর্ণধার মো. নাসির হোসাইন বলেন, “গত রাত থেকে ভোর পর্যন্ত আমাদের বেচাকেনা হয়েছে। এই সময়টাতে বেচাকেনা আগের মত স্বাভাবিক হলেও আমাদের প্রতি ডিমে ৩৫ পয়সা কর লস দিয়ে বিক্রি করতে হয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- লোকসান
- ডিম বিক্রি