যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩১টি ‘এমকিউ নাইন বি প্রিডেটর’ ড্রোন কিনছে ভারত

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৮

ভারতীয় সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ ক্ষমতা সম্পন্ন এমকিউ নাইনবি প্রিডেটর বা শিকারি ড্রোন কিনছে। ড্রোন কেনার জন্য ৩২ হাজার কোটি রূপির চুক্তি চূড়ান্ত করেছে ভারত।


দক্ষিণ এশিয়ার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারত মঙ্গলবার ৩১টি সশস্ত্র এমকিউ-নাইন বি স্কাইগার্ডিয়ান, সিগার্ডিয়ান এবং সিগার্ডিয়ার হাই অ্যালটিটিউড লং এনডিউরেন্স (হেইল) ড্রোন কেনার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।


চুক্তিটির আলোচনা ২০১৮ সালে শুরু হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও